হে বৈশাখ,
কালের কঠোর বিধান থেকে
তুমি নিজেও পাওনি মুক্তি।
তাই বারবার ফিরে আস
এই উত্তপ্ত পৃথিবীর বুকে,
সাথে নিয়ে দুর্জয় বৈশাখী শক্তি ।
হে নববর্ষ,
কি দেখিছ চারদিকে নয়ন মেলিয়ে।
তোমার মত আমরাও হয়েছি শৃঙ্খলিত,
তাই যুগ, যুগ ধরে চালিয়েছি সংগ্রাম
এই মহীতলে; যেখানে নয়নের জল গড়িয়ে পড়ে
সাগরের লোনা জলে ।
হে নবাগত অতিথি,
চির নবীনের বেশে, বসন্তের শেষে
আবির্ভূত হও তুমি এই ধরণীতে;
যেখানে ভক্তির সাথে চলে শক্তির দ্বন্দ্ব,
যেখানে দেহোখিত ঘাম, রক্ত
অলক্ষ্যে মিশে যায় মলিন ধূলিতে।
হে নবীনরূপী প্রবীণ,
সুদূর অতীত থেকে শতশত বার
আবির্ভাব ও তিরোভাবের মাঝেও
তুমি রয়ে গেছ নূতন!
আমরাও বহু ঘাত-প্রতিঘাত, বহু উত্থান-পতনের
মাঝেও চলছি নূতনের সন্ধানে সাথে লয়ে পুরাতন ।