২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল সংবাদদাতা || ২৩ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম
টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


টাঙ্গাইলে চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকা সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীর কুটিয়া গ্রামের মৃতু জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম ঝড়ু (৬৫)।

টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘২০১৩ সালে টাঙ্গাইলের মির্জাপুরে আউয়াল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই বছরের ১ আগস্ট মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় জহিরুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।’ 

তিনি আরও বলেন, ‘মামলা চলাকালে জহিরুল পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নোমান/এইচ



আরো পড়ুন