২৩ নভেম্বর ২০২৪, শনিবার



আইপিএল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক || ১৯ মার্চ, ২০২৪, ১২:৩৩ পিএম
আইপিএল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুস্তাফিজ


আর কিছুদিন পরই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজ। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতাবেন এই টাইগার পেসার। 

২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে। নিলামের দিন শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন তিনি। বাংলাদেশি এই পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

আইপিএলে ইতোমধ্যেই কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন তিনি। ওই দলে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন টাইগার পেসার। এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে দল বদলে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে।

আসন্ন আইপিএল খেলার লক্ষ্যে দেশ ছাড়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ লেখেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’ 



আরো পড়ুন