২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



লিটন দাসের কী হলো!

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ মার্চ, ২০২৪, ০৯:৩৩ এএম
লিটন দাসের কী হলো!


প্রথম ওয়ানডেতে আউট হয়েছিলেন প্রথম বলেই। হয়েছিলেন বোল্ড। দ্বিতীয় ওয়ানডেতে আউট হলেন তৃতীয় বলে। দিলশান মাদুশাঙ্কার বলে মিড উইকেটে দিলেন সহজ ক্যাচ। শূন্য রানে ওয়ালালেগার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ব্যর্থ মনোরথে।

চলতি সিরিজের টি-টোয়েন্টিতেও পুরোপুরি ব্যর্থ লিটন। ওয়ান-ডেতে ব্যার্থতার ষোলোকলা পূর্ণ করলেন তিনি। ভক্তদের অনেকেই বলেছেন, লিটন যথেষ্ট সুযোগ পেয়েছেন, এবার অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে আরেক ওপেনার সৌম্য সরকারও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। সব মিলিয়ে বাংলাদেশের টপ অর্ডারদের ব্যাটে রান নেই। এ প্রবণতা দলকে ভোগাবে অনেক।



আরো পড়ুন