২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



সফটওয়্যারের মাধ্যমে সাপ্লাই চেইন মনিটর করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৪ মার্চ, ২০২৪, ০৭:৩৩ এএম
সফটওয়্যারের মাধ্যমে সাপ্লাই চেইন মনিটর করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী


সাপ্লাই চেইন মনিটরিংয়ের নতুন উদ্যোগ নেওয়ার কথা জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘সফটওয়্যারের মাধ্যামে সাপ্লাই চেইন মনিটর করা হবে। আগামীকাল এই সফটওয়্যারের উদ্বোধন করা হবে।’বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই ভাবে, মধ্যবিত্ত বা উচ্চবিত্তের জন্য সুপার মার্কেট। সুপার মার্কেট অ্যাসোসিয়েশন কালকে আমাকে চিঠি দিয়েছে যে, রোজার মধ্যে নিত্যপ্রয়োজনীয় কোন পণ্য কত দামে বিক্রি করবে। এটা একটা উদাহরণ হতে পারে। ব্যক্তিগতভাবে হয়তো দুই-একজন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে।’

পণ্যের নির্ধারিত দাম গণমাধ্যমে প্রকাশ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যদি একটা সুপার মার্কেটে ৩০ টাকায় আলু থাকে; অনেকে মনে করে দরদাম করলে বুঝি দুই টাকা সাশ্রয় হবে—এই জন্যই যায় কাঁচাবাজারে। তেল তারা আমাদের নির্ধারিত দামের কমে বিক্রি করছে, অন্যান্য জিনিসও তারা মোটামুটি চেষ্টা করছে।’

পাইকারি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের মধ্যে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কত দামে খুচরা বিক্রেতার কাছে পণ্য দিলো, তারা অবশ্যই তার ভাউচার দেয়। আমরা যখন যাই, খুচরা বিক্রেতার কাছে জিজ্ঞাসা করি, তারা পায় না। কারণ তারা আড়তদারের কাছ থেকে না, পাইকারি বাজারের রাস্তা থেকে কিনছে।’

কনজুমার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘১৬১২১ নম্বরে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের ভোক্তা অধিদপ্তর সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম শক্তিশালী করছে। আমরা একটি সফটওয়্যার ডেভেলপের চেষ্টা করছি, যাতে সাপ্লাই চেইন মনিটর করতে পারি।’

সুপার শপে সব সময় খুচরা বাজারের চেয়ে দাম বেশি থাকে—একজন গণমাধ্যমকর্মী দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘ট্যাগের চেয়ে বেশি দাম নেওয়া হলে ভোক্তা অধিকার ব্যবস্থা নেবে। সরকার নির্ধারিত দামের বেশি নিলে গণমাধ্যমকর্মীদের ছবি তুলে পাঠাবেন।’ তিনি বলেন, ‘আমি কাউকে প্রোমোট করছি না। তুলনা করে দেখতে বলছি।’ 



আরো পড়ুন