বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরের মাঠেই পাকিস্তান যুবাদের সঙ্গে পেরে উঠছে না যুব টাইগার বাহিনী। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে টাইগার যুবারা। টাইাগারদের বিপক্ষে এই জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
বুধবার (১৭ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৯ থামে বাংলাদেশের ইনিংস। টাইগারদের হয়ে জিসান আলম খেলেন ২৬ বলে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস।
রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন পাকিস্তানি ওপেনার শামিল হোসাইন। তবে দলয়ী ৮৯ রানে মির্জা সাদ ও তাইফ আরিফ ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। শেষে ওপেনার শামিল ও আরাফাত আহমেদ ৫৬ রানের জুটিতে ৪ উইকেটে জয় পায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৩টি ও রোহানাত দৌলা বর্ষন নেন ২টি উইকেট। এছাড়া আরিফুল ইসলাম ননে ১টি উইকেট।
ঢাকা বিজনেস/এমএ