২৬ জুন ২০২৪, বুধবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

‘ভিসতা-দীপ্ত টিভি প্রেডিকশন মাস্টার’ হলেন আয়মান রাশেদ

স্টাফ রিপোর্টার || ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম
‘ভিসতা-দীপ্ত টিভি প্রেডিকশন মাস্টার’ হলেন আয়মান রাশেদ


দীপ্ত টিভি পরিচালিত ভিসতা ইলেক্ট্রনিক্স নিবেদিত ভিসতা অ্যান্ড্রয়েড টিভি প্রেডিকশন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন নরসিংদীর আয়মান রাশেদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) গুলশান-১-এ অবস্থিত ভিসতার করপোরেট কার্যালয়ে বিজয়ীর হাতে ৪৩ ইঞ্চি ভিসতা অ্যান্ড্রয়েড টেলিভিশন তুলে দেওয়া হয়। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতার সিনিয়র ডেপুটি ডিরেক্টর সোহেল আহমেদ, সার্ভিস মনিটর আরিফুল ইসলাম, বিক্রয় প্রতিনিধি সাদেকুল ইসলাম ও ঢাকা বিজনেস-এর বার্তাসম্পাদক মোহাম্মদ নূরুল হকসহ ভিসতার ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পুরস্কার গ্রহণ করার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আয়মান রাশেদ বলেন, ‘ভিসতার মতো দেশীয় অ্যারিস্ট্রক্র্যাট ব্র্যান্ডের টিভি জিততে পেরে অসম্ভব ভালো লাগছে।’




আরো পড়ুন