০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বইমেলায় এলো মনোয়ার মোকাররমের ‘এই শহরের গল্প’

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৩২ পিএম
বইমেলায় এলো মনোয়ার মোকাররমের ‘এই শহরের গল্প’


অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে মনোয়ার মোকাররম-এর গল্পগ্রন্থ ‘এই শহরের গল্প’। বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র। এ উপলক্ষে শনিবার, (২৪ ফেব্রুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির পাঠ-উন্মোচন করা হয়। 

পাঠ-উন্মোচনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি আসাদ মান্নান, বিশিষ্ট কলামিস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস, কবি দেলোয়ার হোসেন, ভারতের বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিমল কুমার থান্দার। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাষাচিত্রের প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম। বইটির ওপর বক্তব্য রাখেন কবি আসাদ মান্নান, কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস, কবি দেলোয়ার হোসেন প্রমুখ।  এ সময় তারা বইয়ের কয়েকটি গল্পের অংশবিশেষ পড়ে শোনান। বইটির উপর কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম-এর লিখিত পর্যালোচনা পড়ে শোনান জান্নাতুল ফারহানা হক।  

বইয়ে মোট এগারোটি গল্প আছে। কোন গল্পই পাঠকের সামনে সে অর্থে নতুন নয়। ইতোপূর্বে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিটি গল্প পেয়েছে পাঠকপ্রিয়তা। বিষয়-বৈচিত্র্যে প্রতিটি গল্পই একটি আরেকটি থেকে আলাদা। 

বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূদ্রিত মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে ভাষাচিত্রের ৩৩ নং প্যাভিলিয়নে।    




আরো পড়ুন