২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টাঙ্গাইলে ২ ক্লিনিক সিলগালা

টাঙ্গাইল সংবাদদাতা || ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩২ এএম
টাঙ্গাইলে ২ ক্লিনিক সিলগালা


টাঙ্গাইলে দুটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন এলাকায় অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী এই ক্লিনিকগুলো সিলগালা করেন।  একইসঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

হাসান বিন মোহাম্মদ আলী বলেন, ‘কোনো বৈধ কাগজপত্র না থাকায় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার ফেয়ার হসপিটাল এবং রেহানা মডার্ন হসপিটাল সিলগালা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।’

ঢাকা বিজনেস/নোমান/এনই 




আরো পড়ুন