০১ জুলাই ২০২৪, সোমবার



৫৫ দিনেই শেবাগকে টপকে গেলেন জয়সওয়াল

ক্রীড়া ডেস্ক || ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:০২ এএম
৫৫ দিনেই শেবাগকে টপকে গেলেন জয়সওয়াল


২২ গজে রীতিমতো উড়ছেন ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। একের পর এক নজরকাড়া পারফর্ম উপহার দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় টেস্টে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন জয়সওয়াল।

২২ গজে রীতিমতো উড়ছেন ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। একের পর এক নজরকাড়া পারফর্ম উপহার দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় টেস্টে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন জয়সওয়াল।

শেবাগকে টপকে জয়সওয়ালের শীর্ষে উঠে আসায় তালিকার তিনে নেমে গেলেন ঋষভ পন্ত। পন্ত ২০২২ সালে টেস্ট ক্রিকেটে ২১টি ছক্কা মেরেছিলেন। ২০১৯ সালে ২০টি ছক্কা হাঁকিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। একই বছরে ১৮টি ছক্কা দিয়ে পাঁচে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।

এ দিকে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি সিরিজে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েছেন গাভাস্কার। আর তাও ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। এরপর ৫৪ বছর পার হয়ে গেলেও এই রেকর্ড ভাঙতে পারেনি আর কোনো ভারতীয় ক্রিকেটার। তবে জয়সওয়ালের সামনে সেই রেকর্ড ভাঙ্গার সুযোগ রয়েছে। ইতোমধ্যে তিনি ৬১৮ রান করেছেন। এখন বাকি ১৫৬ রান।




আরো পড়ুন