২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বেগুনের ‘গুণ’ বেড়েছে, কেজিপ্রতি ৩০ টাকা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২১ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ এএম
বেগুনের ‘গুণ’ বেড়েছে,  কেজিপ্রতি ৩০ টাকা


১ সপ্তাহের ব্যবধানে দিনজপুরের হিলিতে বেগুনের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা । ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।  ক্রেতারা বলছেন, হঠাৎ করে বেগুনের দাম বাড়ার কারণ তারা বুঝতে পারছেন না। জবাবে বিক্রেতা বলছেন, মোকামে বেগুন পাওয়াই যাচ্ছে না। মোকামে বেগুনের সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।  রোববার সকালে হিলি সবজির বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

হিলি বাজারে বেগুন কিনতে আসা মো. আজিজার রহমান বলেন, ‘গত সপ্তাহে (১৪ জানুয়ারি) প্রতিকেজি বেগুন কিনি ৪০ টাকা কেজি দরে। আর আজ (২১ জানুয়ারি) প্রতিকেজি বেগুন কিনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।  মাত্র ১ সপ্তাহের ব্যবধান বেগুনের দাম কেজি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।’

আরেক বেগুন ক্রেতা মো. মুসা মিয়া বলেন, ‘বেগুনের দাম বাড়ার কারণ খুঁজে পাচ্ছি না। এখন তো বেগুনের ভরা মৌসুম। দাম থাকার কথা ২০ টাকা কেজি। ১ সপ্তাহ আগেও ছিল ৪০ টাকা। আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।’ 

মুসা মিয়া আরও বলেন, ‘আমার মনে হয়, বেগুন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন।’ তিনি বাজার বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. সাদ্দম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা বিরামপুর থেকে বেগুন এনে হিলিতে বিক্রি করি। কিন্তু বিরামপুরের মোকামেই বেগুন সরবরাহ কমে গেছে। সেখানেই দাম বেশি। ১ সপ্তাহ  আগে ১ হাজার ২০০ টাকা মন (৪০ কেজি) কিনে এনে ১ হাজার ৬০০ টাকা মন (৪০ কেজি) দরে বিক্রি করতাম।’  

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘গতকাল শনিবার বিরামপুর মোকামেই প্রতিমণ (৪০ কেজি) বেগুন ২৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। ২ হাজার ৪০০ টাকা মণ হলে কিনতে পড়ছে ৬০ টাকা কেজি। তারপরও বেগুন নেই। তাই আমরা যেটুকু বেগুন পাচ্ছি ৬০ টাকা কেজি দরে কিনে এনে ৭০ টাকা দরে বিক্রি করছি। মোকামে সরবরাহ বেড়ে গেলে দাম হয়তো কমে আসবে। তখন স্থানীয় বাজারেও দাম আগের মতোই কমে আসবে।’



আরো পড়ুন