০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

ভালেবাসার যন্ত্রণা

তাসমিম সুলতানা || ২৭ আগস্ট, ২০২৩, ০৭:৩৮ এএম
ভালেবাসার যন্ত্রণা


পুনর্জন্ম 
যা ছিল তার সবটা দিলাম, 
দিলাম উজার করে
যা আমার নয়, তাও দিয়েছি 
তোমার দুই হাত ভরে।

আর কতটা পেলে তুমি,
বলবে, ‘এবার থামো
আবার নেবো পুনর্জন্মে
দেবো মনের দামও!’

ফিনিক্স পাখি 
চেয়েছিলাম আমি আলো, দিলে আগুন তুমি
সেই আগুনে পুড়ে পুড়ে হলাম যে ছাই আমি
ছাই থেকে এক জন্মা নিলো কোমল ফিনিক্স পাখি 
তোমার কাছে আমার চাওয়ার নেই কো কিছু বাকি।

ভালোবাসার যন্ত্রণা
রাত দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হয়
তোমাকে বিহীন।
বুকের ভেতর শূন্য লাগে, 
এপাশ -ওপাশ করে 
নির্ঘুম রাত কাটাই। তোমাকে বিহীন।

সুন্দর মুহূর্তগুলো  ম্লান-ম্লান লাগে
তোমাকে বিহীন। 
শব্দগুলো হারিয়ে-ফুরিয়ে যায়
তোমাকে বিহীন।  

নিঃশ্বাস বন্ধ হয়ে আসে
তোমাকে বিহীন। 
সারারাত, সারাবেলা দুঃসহ লাগে
তোমাকে বিহীন।

এ কেমন ভালোবাসার যন্ত্রণা!



আরো পড়ুন