এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ফটকে গিয়ে চমকে যাবেন দর্শনার্থীরা। ভেতরের মূল ছাউনির প্রবেশপথে স্থাপন করা হয়েছে একটি ঐতিহাসিক বাড়ি। যারা চেনেন, তাদের আর কিছু বলে দিতে হবে না। যারা চিনবেন না, তাদের জন্য তথ্য হলো—বাড়িটি দেখতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির মতো, যেখানে বাস করতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে বাড়িটি এখন ‘বঙ্গবন্ধু জাদুঘর’ নামে পরিচিত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর পূর্বাচলে গিয়ে দেখা গেছে, বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারের মূল ছাউনির প্রবেশ পথে বিশাল একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। বাড়ির দোতলার বারান্দা এবং গ্রিল দেখে বোঝা যায়—এটি সেই ঐতহিাসিক বাড়ি। দিন রাত-২৪ ঘণ্টা সেখানে কাজ চলছে। কাঠ ও বোর্ড দিয়ে তৈরি হচ্ছে বাড়িটি। বাইরে সাদা রঙ করা হচ্ছিল। শ্রমিকরা নকশা অনুযায়ী সবকিছু ঠিকঠাক মতো করছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা কাজের তদারকি করছিলেন। ৩২ নম্বর বাড়ি ছাড়াও অন্যান্য কাজের অগ্রগতি পরিদর্শন করেন তারা।
এবার মূল ছাউনির বাইরে দক্ষিন পাশে বিশাল প্যান্ডেল তৈরি হয়েছে। সেখানে হবে বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠান। মেলা চলবে একমাস। রবিবার শুরু হচ্ছে ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
এবার মেলায় থাকছে দেশ-বিদেশের মোট ৩৩০ স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন।
ঢাকা বিজনেস/ইউএইচ/এনই