২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



শিবচরে বাসে আগুন, পুড়ে ছাই মালামাল

মাদারীপুর সংবাদদাতা || ২০ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
শিবচরে বাসে আগুন, পুড়ে ছাই মালামাল


মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে বাসের বক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘শুক্রবার বিকাল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে বাসটি মোল্লার বাজারে এসে পৌছায়। এসময় বাসের চাকা ফেটে গেলে থামিয়ে যাত্রীদের নামানো হয়। এরপরই হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।’

বাসযাত্রী অঞ্জনা সরকার বলেন, ‘বাসে আমার একটি লাগেজ ছিল। ওটা পুড়ে গেছে।’ আরেক যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ‘আমি বাসের বক্সে দুটি লাগেজ রেখেছিলাম। সাথে একটি ব্যাগও ছিল। সবই পুড়ে ছাই হয়ে গেছে।’

মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আরো বলেন, ‘অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। শিবচর ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনে ত্রুটি থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

রিপন/এম



আরো পড়ুন