০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



‘ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে মাতারবাড়ির বিদ্যুৎ’

কক্সবাজার সংবাদদাতা || ২০ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম
‘ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে মাতারবাড়ির বিদ্যুৎ’


আগামী ডিসেম্বরের মধ্যে মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘নির্মাণাধীন প্রকল্পের কাজ এরই মধ্যে ৭৫ শতাংশ শেষ হয়েছে।’ 

শুক্রবার (২০ জানুয়ারি) ১ হাজার ২০০ মেগাওয়াট তাপভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়া হয়েছে। সঞ্চালন লাইনে কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সবকিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

প্রসঙ্গত, মাতারবাড়িতে ১ হাজার ২০০ বিদেশীসহ ১১ হাজার লোকবল নিয়োজিত। 

তাফহিমুল/এইচ



আরো পড়ুন