২৬ জুন ২০২৪, বুধবার



হিলিবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ০২ মে, ২০২৩, ১১:০৫ এএম
হিলিবন্দরে আমদানি-রপ্তানি শুরু


মহান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (২ মে) সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক। 

তিনি জানান, মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়। পাশাপাশি বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে।

এই কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল থেকেই ভারত থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বলেন, ‘ছুটিতে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’ 

বুলু/এইচ



আরো পড়ুন