২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



‘ভিক্ষুকদের পুনর্বাসনে ১৬টি টিনশেড ভবন হচ্ছে’

ঢাকা বিজনেস রিপোর্ট || ১৯ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
‘ভিক্ষুকদের পুনর্বাসনে ১৬টি টিনশেড ভবন হচ্ছে’


ঢাকা শহরের ভাসমান ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় পুনর্বাসিত হওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘ভিক্ষুকদের আশ্রয় প্রদানের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলায় সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে ১৬টি টিনশেড ভবন তৈরি করা হচ্ছে।’ 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।  

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ভিক্ষাবৃত্তি থেকে নিরুৎসাহিত করতে ঢাকায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’ 

এদিকে, আজ জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘ঢাকায় সরকারি চাকরিজীবীদের বসবাসের জন্য নির্মিত ৫৪৫টি ফ্ল্যাট খালি রয়েছে। মিরপুরের ৬নং সেকশনে উপসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার (গ্রেড-৫) জন্য নির্মিত ৪০১টি ফ্ল্যাট এবং উপসচিবের নিচের পদের (গ্রেড-৬) জন্য নির্মিত ১৪৪টি ফ্ল্যাট খালি রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঢাকায় আবাসন সমস্যা সমাধানে এরই মধ্যে মিরপুর ও মোহাম্মদপুরে ৪ হাজার ৩৫৮টি ফ্ল্যাট নির্মিত হয়েছে। এ ছাড়া আরও ৩ হাজার ৬১১টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ চলমান। এর বাইরে আরও ৩ হাজার ৮১৬টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।’ 

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন