০২ এপ্রিল ২০২৫, বুধবার



হিলিবন্দর দিয়ে আলু আমদানি বেড়েছে

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম
হিলিবন্দর দিয়ে আলু আমদানি বেড়েছে


দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বেড়েছে। প্রথমদিকে প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। তবে, এখন প্রতিদিন ২০ থেকে ৫০ ট্রাক আমদানি হচ্ছে। আমদানিকারকেরা বলছেন, দেশে ভারতীয় আলুর চাহিদা থাকায় আমরা বেশি করে আলু আমদানি করছি। আলুর বাজার যেন স্বাভাবিক থাকে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বন্দরের আমদানিকারকসহ বন্দর সংশ্লিষ্টদের কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

হিলি বন্দরের আলু আমদানিকারক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সরকার আমদানির অনুমতি দেওয়ার পর প্রথমদিকে ভারতীয় আলুর চাহিদা ছিল। তবে, শুরুর দিকে আমদানি কম ছিল। এখন চাহিদা বাড়ায় আমদানি বেড়েছে। আগে যেখানে ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। বর্তমান প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ ট্রাক আলু আমদানি হচ্ছে।’ 

আমদানিকারক মো. মামুনুর রশিদ বলেন, ‘আমি আগে থেকে পেঁয়াজ আমদানি করি। সরকার আলু আমদানির অনুমতি দেওয়ার পর প্রথমদিকে কম পরিমাণে আলু আমদানি শুরু করি। বর্তমানে চাহিদা বাড়ায় আমদানি বাড়িয়ে দিয়েছি।’

মামুনুর রশিদ আরও বলেন, ‘বন্দর অভ্যন্তরে প্রতিকেজি ভারতীয় আলু প্রকারভেদে পাইকারি ২৬ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা হিলিবন্দর থেকে আলু কিনে বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘সরকার অনুমতি দেওয়ার পর থেকে হিলিবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত আছে। গেলো দুই দিনে রোববার (২৬ নভেম্বর) ও সোমবার (২৭ নভেম্বর) এই বন্দর দিয়ে ৬৯ ভারতীয় ট্রাকে ১ হাজার ৭৮৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।’ 

উল্লেখ্য, দেশের বাজারে আলুর দাম অস্থির হয়ে ওঠায় সরকার ভারত থেকে আলু আমদানি সিদ্ধান্ত নেয়। ফলে গত ২ নভেম্বর থেকে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। 

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন