লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকারটি ভারতে আসছিল বলে জানা গেছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার (২৪ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি হামলাকারী ড্রোন লোহিত সাগরে ভারতগামী একটি অপরিশোধিত তেলের ট্যাংকারে আঘাত হেনেছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। হামলার শিকার এই ট্যাংকারের নাম এম/ভি সাইবাবা। গ্যাবনের পতাকাবাহী এই ট্যাংকারে ভারতীয় আরোহীরা অবস্থান করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এম/ভি সাইবাবা নামের গ্যাবনের পতাকাবাহী এই ট্যাংকারে ভারতীয়রা আছেন ও হামলায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু হামলার পর ওই এলাকায় থাকা একটি মার্কিন জাহাজে জরুরি বার্তা পাঠিয়েছে তারা।
এনডিটিভি বলছে, শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। এর আগে একইদিন ভারতের গুজরাট উপকূলে আরব সাগরে একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে।
হামলার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতরের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান।
ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথমবারের মতো কোনো হামলার পেছনে ইরানকে সরাসরি দায়ী করল যুক্তরাষ্ট্র।
ঢাকা বিজনেস/এমএ/