২৫ জুন ২০২৪, মঙ্গলবার



বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ আড়তদারকে জরিমানা

পাবনা সংবাদদাতা || ১১ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ এএম
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ আড়তদারকে জরিমানা


পাবনায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় পাঁচ আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর)  সাঁথিয়া উপজেলার আতাইকুলা পেঁয়াজ হাটে এ জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।  

মাহমুদ হাসান রনি বলেন, আমদানী বন্ধ হওয়ায় হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। ব্যবসায়ীরা পুরান পেঁয়াজ বেশি দাম বিক্রি করছিলেন। সেগুলোর ভাউচারও ছিল না তাদের। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে মেসার্স ফরিদ ট্রেডার্সকে ২ হাজার, মেসার্স সততা ট্রেডার্সকে ৪ হাজার, মেসার্স ব্যানিজালয়কে ২ হাজার ,রাকিবুল ও বিসমিল্লাহ ভান্ডার কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন