২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

গল্প বলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ইউডায় ওয়ার্কশপ

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৪২ পিএম
গল্প বলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ইউডায় ওয়ার্কশপ


ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগে (সিএমএস) কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ধানমন্ডির শংকরে বিভাগের মিলনায়তনে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মাহাদী হাসান। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। 

বিভাগের শিক্ষার্থী উ মিমি মারমা বলেন, ‘গল্পবলা বা স্টোরিটেলিং বিষয়টি গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা যায়, আমরা আজ সেই বিষয়টি শিখেছি। আশা করছি আমরা পড়াশোনা ও পেশাগত ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগাতে পারবো।’

প্রভাষক মাহাদী হাসান বলেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই আলোচিত বিষয়। বিশেষ করে চ্যাটজিপিটি, মিডজার্নি এআই এর মতো টুলসগুলো এখন বিশ্বব্যাপী নানাকাজে ব্যবহার হচ্ছে। বাংলাদেশের চাকরির বাজারেও এই প্রযুক্তিতে পারদর্শিতার চাহিদা রয়েছে। গণমাধ্যমের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য এই ওয়ার্কশপের আয়োজন করা। ভবিষ্যতে এমন আরও ওয়ার্কশপ আয়োজন করা হবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন