২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নিন : প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:৩১ এএম
চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নিন : প্রধানমন্ত্রী


চলমান উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের সেই চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে। আমি মনে করি, যেগুলোর সময় কম লাগবে, যত তাড়াতাড়ি সেগুলো শেষ করতে পারবো, তত বেশি সুবিধা পাবো।’ বুধবার (২৪ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সভায়  তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটা প্রকল্প সম্পন্ন হওয়ার পর এর ফল পাই। তারপর আরেকটি নতুন প্রকল্প গ্রহণ করি।’ প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনুরোধ করবো এখন সবথেকে বেশি যেটা দরকার, অগ্রাধিকার ভিত্তিতে সেটা আমাদের বেছে নিতে হবে। এগুলো চিহ্নিত করতে হবে কোন প্রকল্পগুলো সামান্য কিছু টাকা দিলেই আমরা শেষ করে ফেলতে পারবো। প্রকল্পগুলো যত দ্রুত শেষ করে ফেলা যায় ততই ভালো। কারণ, একটি প্রকল্প শেষ হলে তার ফল আসে। আমরা লাভবান হই এবং নতুন প্রকল্প নিতে পারি।’

শেখ হাসিনা বলেন, ‘এখানে দীর্ঘসূত্রিতা যেন না হয় বার বার যেন প্রকল্প সম্পন্ন দেরি না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।’ তিনি বলেন, ‘প্রকল্পে পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো প্রকল্পের দায়িত্ব দেয়া হচ্ছে, কিন্তু সেটা করার কোন সুযোগ নেই। সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। প্রত্যেকটি মন্ত্রণালয়কে সেভাবে নির্দেশ দেওয়া হবে।’

তিনি প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।  



আরো পড়ুন