২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ১০ ঘণ্টা পর ভাই-বোন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ২১ নভেম্বর, ২০২৩, ০৩:৪১ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ১০ ঘণ্টা পর ভাই-বোন উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ১০ ঘণ্টা পর ফাতেমা ও মঈন নামের দুই ভাই-বোনকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার তারুয়ার নজরুল মার্কেটের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। 

উদ্ধারকৃত শিশু ফাতেমা ও মঈন উদ্দিন উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নাটাই মধ্যপাড়ার কাউসার মিয়ার সন্তান। তারা শান্তিবাগ মহল্লার পোয়া পুকুরের উত্তর পাড় এলাকার হাজী মোহাম্মদ আলী ভবনের নিচতলায় ভাড়া থাকেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, ‘ বিকেলে আশুগঞ্জ উলজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া গ্রামের শালুক পাড়া বাজারে একটি ইজিবাইক থেকে দুই শিশুকে ফেলে চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে শিশুদের খোঁজ পেয়ে  শিশুদের উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এদিন সকালে ৭টার দিকে এলাকার উত্তর পাড় হাজী মোহাম্মদ আলী ভবনের রাস্তার পাশের মুদি দোকানে যাওয়ার পর শিশুরা নিখোঁজ হয়। পরে তাদের আশুগঞ্জ থেকে উদ্ধার করা হয়।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন