২৬ জুন ২০২৪, বুধবার



গাজায় ২২ হাসপাতাল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || ১৩ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
গাজায় ২২ হাসপাতাল বন্ধ


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ছিটমহলটিতে যে গুটিকয়েক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার মধ্যে ২২টি হাসপাতাল ও ৪৯টি স্বাস্থ্যকেন্দ্র ইসরায়েলের হামলা ও জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) ফিলিস্তিন সরকারের প্রেস সার্ভিসের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজা উপত্যকা সরকারের প্রেস সার্ভিস ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেছে, গাজায় ‘ইসরায়েলি আগ্রাসনের কারণে’ সেখানের ২২টি হাসপাতাল এবং ৪৯টি চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ওই বার্তায় আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় ৫৩টি অ্যাম্বুৃেলন্সে লক্ষ্য করে হামলা চালায়।

চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। হামাসের দাবি তাদের এ হামলা হচ্ছে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি রাষ্ট্রের হামলার একটি প্রতিক্রিয়া।

ইসরায়েল গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে অবরোধ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি লেবানন এবং সিরিয়ার সুনির্দিষ্ট কিছু এলাকায় হামলা শুরু করে। পশ্চিম তীরেও সংঘর্ষ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন