২৮ জুন ২০২৪, শুক্রবার



জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন না: সালমান এফ রহমান

ঢাকা বিজনেস ডেস্ক || ১২ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন না: সালমান এফ রহমান


শেখ হাসিনার সুযোগ্য নেতৃতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমান। তিনি বলেন,‘ জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কখনোই নেন না।’ রোববার (১২ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালমান এফ রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পৃথিবীতে যে নতুন প্রযুক্তি এসেছে তার সঙ্গে আমাদের নিজেদের তাল মিলিয়ে থাকতে হবে। নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে নিতে হবে।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ মহাপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার ও জেলা কমান্ডান্ট মো. আলমগীর সিকদারসহ আরও অনেকে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন