২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১১ নভেম্বর, ২০২৩, ০৪:৪১ এএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন এখনো রয়েছে। এমন সমীকরণে বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তানজিদ ও লিটন। প্রথম ওভার মেডেন গেলেও দ্বিতীয় ওভারে এসেছে ১০ টি রান। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার। একসঙ্গে আজ দলে ঢুকেছেন দুই স্পিনার মেহেদি হাসান ও নাসুম আহমেদ। চোটের কারণে দল থেকে বাদ পড়ে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে এই প্রথম দুই পেসার নিয়ে কোনো ম্যাচ খেলছে টাইগাররা। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেনে, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবোট, প্যাট ক্যামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন