২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ০৯ নভেম্বর, ২০২৩, ০২:৪১ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে গেলো নিউজিল্যান্ড


ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিউজিল্যান্ডের। এমন ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যাবধানে হারিয়েছে সেমির স্বপ্ন টিকিয়ে রাখলো নিউজিল্যান্ড। ফলে চ্যাম্পিয়ন ট্রফিরতে খেলা থেকে পিছিয়ে পড়লো শ্রীলঙ্কা।
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 
লক্ষ্য তাড়ায় কিউইদের হয়ে উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ব্যাটার। সপ্তম ওভারেই দলীয় ফিফটি পূরণ হয় কিউইদের। তবে হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন দুই ওপেনার। যথাক্রমে ডেভন কনওয়ে ৪২ বলে ৪৫ ও রাচিন রবীন্দ্র ৩৪ বলে ৪২ রানে আউট হয়েছেন।
এর পর ক্রিজে আসেন কেন উইলিয়ামসন। ক্রিজে থিতু হওয়ার আগে ১৪ রানে ফেরেন তিনি। দারুণ ছন্দে থাকা ড্যারিল মিচেল ফেরেন ৪৩ রানে। শেষদিকে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মার্ক চাপম্যান। এসময় তিনি করেন ৭ রান। এর পর আর কোনো উইকেট না হারিয়ে ২৩.২ বলে লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড। 
 লঙ্কানদের হয়ে ম্যাথিউজ দুটি ও  একটি করে উইকেট নিয়েছেন থিকসানা ও চামিরা।
ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন