যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এক র্যাঙ্কিং প্রকাশ করেছে।যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রথমবারের মত “কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া ২০২৪” এ স্থান লাভ করেছে। বুধবার (৮ নভেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়।
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪ এ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ৭৫১-৮০০তম স্থান দখল করেছে। র্যাঙ্কিং এ দেশের ২৫ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্য ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিং এ স্থান পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউআইইউ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব।
২০২৪ সালের র্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় নিয়ে করা র্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং। ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।
ঢাকা বিজনেস/এমএ/