২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



কিউই বোলিংয়ে ১৭১ থামলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || ০৯ নভেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম
কিউই বোলিংয়ে ১৭১ থামলো শ্রীলঙ্কা


বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৫ উইকেট হারিয়েছে চাপে পড়ে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড বোলিং তোপে অল্প রানেই অল আউট হয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য  নিউজিল্যান্ডের প্রয়োজন ১৭২। 

এইদিন শ্রীলঙ্কার হয়ে উদ্বোধন করতে আসেন কুশল পেরেরা-পাথুম নিশাঙ্কা। ক্রিজে থিতু হওয়ার আগে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফিরেছেন পাথুম নিশাঙ্কা।

ব্যাট হাতে আজও ব্যর্থ ছিলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ৬ রানে আউট হন তিনি। একই ওভারে সাদিরা সামারাবিক্রমাকেও ফেরান ট্রেন্ট বোল্ট। এ অবস্থায় শুরুতেই ব্যাকফুটে শ্রীলঙ্কা। এর পর আউট হয়েছেন ২২ বলে অর্ধশতক পূর্ন করা কুলাশ পেরেরা। এসময় তিনি খেলেন ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস। এর পর ৮ রানে ফেরেস হন চারিথ আসালঙ্কা।

মাত্র ৭০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পরে শ্রীলঙ্কা। এ সময় দলের হাল ধরতে এসে ব্যর্ধ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা। যথাক্রমে ১৬ ও ১৯ রানে ফেরেন তারা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন