দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ফের ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে মেসার্স মুক্ত এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট মেসার্স সামিয়া করপোরেশনের মাধ্যমে ২৫ মেট্রিক টন আলু আমদানি করে। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক।
সোহরাব হোসেন বলেন, গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে এই বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ হয়। দেড় মাস বন্ধের পর আজ শনিবার থেকে আবারও আলু আমদানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী জানান, ৫০ টি আমদানিকারক প্রতিষ্ঠান হিলিবন্দর দিয়ে ভারত থেকে ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। যা শনিবার থেকে বাংলাদেশে আসতে শুরু করেছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছেন সরকার।