ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করতে নেমে শুরু থেকেই লিড ধরে রেখেছে বাংলাদেশ। টাইগার বোলিং তোপে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৯ রানের সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ২৮০ রান।
সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কানদের হয়ে উদ্বোধনে করতে আসেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা।
প্রথম ওভারেই উইকেট তুলেনিয়ে টাইগারদের আনন্দে ভাসান শরিফুল ইসলাম। ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের তালুবন্দী হয়ে ৪ রানে ফেরেন পেরেরা। এর পর দেখেশুনে খেলে পাওয়ার প্লে শেষ করে শ্রীলঙ্কা। তবে পাওয়া প্লে শেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। কুশল মেন্ডিসকে ১৯ রানে ফিরিয়েছেন তানজিম সাকিব। পরের ওভারেই ৩৬ বলে ৪১ করা পাথুম নিশাঙ্কা সাজঘরে ফিরিয়েছেন তানজিম সাকিব। এরপর ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাদিরা সামারাবিক্রমা। সাকিবের বলে ৪১ রানে ফেরেন তিনি।
সাদিরার বিদায়ের পর ক্রিকেটের বিরলতম ঘটনার সাক্ষী হয় বিশ্ব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সাদিরা আউট হওয়ার পর প্রথম বল মোকাবেলায় নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিতে থাকেন তিনি। পরে সাকিব আবেদন করলে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট ঘোষণা করেন আম্পায়ার। এতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।
ষষ্ঠ উইকেটে ৭৮ রান যোগ করেন আসালঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। ব্যক্তিগত ৩৪ রানে ধনঞ্জয় ফিরলেও দলকে দারুণভাবে এগিয়ে নেন আসালঙ্কা। শেষদিকে আউট হওয়ার আগে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। শেষদিকে আর কেউ ক্রিজে থিতু হতে পারেননি। ফলে নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে গেলো শ্রীলঙ্কা।
এদিন বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব। এছাড়া শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান দুটি এবং মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।
ঢাকা বিজনেস/এমএ/