২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বিশ্বকাপে রেকর্ড সংখ্যক রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ০৪ নভেম্বর, ২০২৩, ০৯:৪১ এএম
বিশ্বকাপে রেকর্ড সংখ্যক রানের টার্গেট দিলো  নিউজিল্যান্ড


বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচে  পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই দুই দলের। এমন সমীকরণে ব্যাঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে  নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৪০১ রানের বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। যা বিশ্বকাপে দলটির সবচেয়ে বড় সংগ্রহ।

ওপেনিং করতে আসা ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর ব্যাটে দারুণ সূচনা পায় নিউজিল্যান্ড। দেখে শুনে খেলে গড়েন অর্ধশতক রানের ওপেনিং জুটি। স্বাচ্ছন্দে পাওয়ার প্লে শেষ করার পর প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। হাসান আলীর বলে ভাঙে ৬৮ রানের ওপেনিং জুটি। ৩৯ বলে ৩৫ রান করে ফিরে যান ওপেনার ডেভন কনওয়ে।কনওয়ের আউটের পর ক্রিজে আসেন চার ম্যাচ পর দলে ফেরা কেন উইলিয়ামসন।

রবীন্দ্র ও উইলিয়ামসন দ্বিতীয় উইকেট জুটিতে ১৮০ রান যোগ করেন। দুজনের ব্যাটে দ্রুত ছুটতে থাকে ব্ল্যাকক্যাপসরা।

সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন উইলিয়ামসন। ইফতিখারকে উড়িয়ে মারতে গিয়ে ৯৫ রানে সাজঘরে ফেরেন এ ব্যাটার। অবশ্য এর আগেই চলতি আসরে তৃতীয় সেঞ্চুরির দেখা পান রাচিন রবীন্দ্র। ৮৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

শেষ পর্যন্ত ১০৮ রানে ফেরেন এ রবীন্দ্র। তার বিদায়ের পর বড় ইনিং খেলতে পারেননি ড্যারিল মিচেল ও মার্ক চাপম্যান। সাজঘরে ফেরার আগে তারা করেন যথাক্রমে ২৯ ও ৩৯ রান। শেষদিকে গ্লেন ফিলিপসের ৪১ রানের ক্যামিওতে কিউইদের বড় সংগ্রহ নিশ্চিত হয়।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন