আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর গত ২ দিনে (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। ৭৭ আবেদনের বিপরীতে সরকার অনুমতি দিয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, আর মাত্র একমাস পরেই বাজারে উঠবে নতুন আলু। তারপরেও এই অল্প সময়কে মাথায় রেখে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে। কারণ, সরকারের পক্ষ থেকে খুচরা মূল্য বেঁধে দিলেও আলুর বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। আড়তদার ও কোল্ড স্টোরেজ মালিকরা মিলেই আলুর দাম বাড়াচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
ঢাকা বিজনেস/তারেক/