কবি ও শিক্ষক ইসরাফিল হোসাইন সম্পাদিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘মোহনা’র বিশেষ সংখ্যা এখন বাজারে। সম্প্রতি গাজীপুর শহীদ ক্যাডেট একাডেমির সম্মেলন কক্ষে মোহনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অসীম বিভাকর বলেন ‘আমরা এ সময়ে এসেও মোহনার মতো একটি পত্রিকা হাতে পাই, যা আমাদের আগামী দিনের সমস্ত দুঃখ ভুলিয়ে একটি সুন্দর দিন আনয়নের স্বপ্ন দেখায়।’
‘মোহনা’র সম্পাদক ইসরাফিল হোসাইন বলেন, ‘মূলবোধ ও সাহিত্য চর্চা একসঙ্গে এগিয়ে নিতে পারলে আমাদের অন্ধকার সময় দূর হবে । আমরা প্রজন্মের কাছে একটি সুন্দর দিন রেখে যেতে চাই । তাই মোহনাকে নিয়ে আমরা পিছিয়ে পড়িনি । প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জনপ্রিয় এক্টিভিস্ট লেখক, সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী ফিরোজ মিয়া কবি ও কথা সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন, কলাম লেখক ও রসায়নবিদ সাঈদ চৌধুরী, কবি জিয়াউল হক সরকার, শিশু সাহিত্যিক মিসকাত রাসেল, মোস্তাফিজুর রহমান নাঈম, সংবাদকর্মী আবু সাঈদ প্রমুখ।
উল্লেখ্য, মোহনা এবার অষ্টম বর্ষে পদার্পণ করলো। এ উপলক্ষেই মোহনার এবারের সংখ্যাটি বিশেষভাবে সংকলিত করা হয়েছে বলে জানান এর সাথে সম্পৃক্ত সম্পাদক মন্ডলীর সদ্যরা।
ঢাকা বিজনেস/এমএ/