চলতি বিশ্বকাপের ১৮তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। ৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। যথারীতি অজি বোলারদের ওপর চড়াও হতে থাকেন পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম উল। ইতোমধ্যে দুই ব্যাটার পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। তবে মার্কোস স্টইনিস জোড়া আঘাতে স্বস্তি ফিরেছে অজি শিবিরে।
লক্ষ্য তাড়ায় দেখে-শুনে খেলে অর্ধশতক পূর্ণ করেন শফিক ও ইমাম-উল-হক। ফিফটির পরেই বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি তারা। দলীয় ২১.১ ওভারে মার্কাস স্টয়নিসের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে পথে ফিরে ফিরেছেন শফিক। যাওয়ার আগে তিনি খেলেন ৬১ বলে ৬৪ রানের ইনিংস। এরপর মাঠে নামেন অধিনায়ক বাবর আজম।
এর পর ২৩.৪ ওভারে মার্কাস স্টয়নিসের বলে মিচেল স্টার্ক হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে পথে ফিরেছেন ইমাম-উল-হক। যাওয়ার আগে তিনি খেলেন ৭১ বলে ৭০ রানের ইনিংস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৬৯ রান। ক্রিজে ১৬ রানে বাবর আজম ও ১১ রানে মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন।
ঢাকা বিজনেস/এমএ/