খুলনার রূপসায় দেশীয় ২টি ওয়ানশুটার গানসহ মো. আইয়ুব আলী খান (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (১০ অক্টোবর ) রাত ৩টার দিকে রূপসা থানাধীন আলাইপুর বড় ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মো. আইয়ুব আলী খান (৬৫) খুলনা জেলার রুপসা থানার আলাইপুর গ্রামের বাসিন্দা।
খন্দকার মুনিফ বলেন, 'মঙ্গলবার রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনে বিসিজি স্টেশন খুলনা জেলার রূপসা থানাধীন আলাইপুর বড় ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য তাকে থামার সংকেত দেয়। সন্দেহজনক ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে লোকটিকে আটক করে। ওই ব্যক্তিকে তল্লাশি করে ২টি দেশীয় ওয়ানশুটার গান জব্দ করা হয়।'
আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা দেশীয় অস্ত্র ও আটক ব্যক্তিকে রূপসা থানায় হস্থান্তর করা হয়েছে।
ঢাকা বিজনেস/বাপ্পা/এন