কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (৯ অক্টোবর) ভোররাতে টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।
গ্রেপ্তাররা হলেন, রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের ৭৫০ নং ঘরের মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), সি/২ ব্লকের ৩৪০ নং ঘরের আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও বি/৪ ব্লকের তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)।
মোহাম্মদ হাসান বলেন, 'সোমবার ভোররাতে টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ি ঢালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ জন রোহিঙ্গাকে ৩ টি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়। আটকরা মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান সলিডিটারি অর্গানাইজেশন( আরএসও)এর সক্রিয় সদস্য।'
এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
ঢাকা বিজনেস/আনাম/এন