টাঙ্গাইলে ভারী বর্ষণে ৩৬৭ পুকুরের মাছ ভেসে গেছে। ফলে মাছ চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৯ কোটি টাকা। এতে হতাশায় পড়েছেন মৎস্য চাষিরা।
টাঙ্গাইল মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলার ৩৬৭ পুকুর তলিয়ে যাওয়ায় ৩১৮ দশমিক ৮৫ মেটিক ট্রন বড় মাছ এবং ৮২ লাখ পোনা মাছ ভেসে গেছে। যার মূল্য ৮ কোটি ৯৮ লাখ টাকা । এর মধ্য সদর উপজেলায় ৫০, মির্জাপুর ৫০, নাগরপুর ৪৫, সখীপুর ১৬৭ ও ঘাটাইলে ৫৫ পুকুরের মাছ ভেসে যায়।
বেরবাড়ির মৎস্যচাষি শাফলু বলেন, ‘টানা বৃষ্টির কারণে পুকুরের পাড় তলিয়ে মাছ বিভিন্ন জায়গা চলে গেছে। পুকুরের মাছ এখন বড় বড় হয়েছে। চারটি পুকুরের মাছ বিক্রি করার সময় হয়েছে। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এই পুকুরের জন্য প্রায় আট লাখ টাকা ব্যাংকঋণ নিয়েছি। এই ঋণ পরিশোধ করবো কিভাবে, চোখে অন্ধকার দেখছি।’
সখীপুর উপজেলার ইউসুফ হায়দার ও মন্টু সিকদার বলেন, ‘পুকুর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই প্রথম হঠাৎ করে বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে গেছে।’
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকতা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘টানা বৃষ্টির পানিতে রাস্তা-ঘাট-পুকুর ও জমি তলিয়ে গেছে। এতে ৩৬৭ পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতি হয়েছে প্রায় নয় কোটি টাকা।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে পাঠাবো। ক্ষতিগ্রস্ত মাছ চাষি যদি ব্যাংকঋণের জন্য সহযোগিতা চান, তার জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে।’
ঢাকা বিজনেস/নোমান/এনই