০১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার



বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে জেলাপ্রশাসকের মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি || ০৪ অক্টোবর, ২০২৩, ০৪:৪০ এএম
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে জেলাপ্রশাসকের মতবিনিময় সভা


নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে জেলাপ্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। তিনি বলেন, 'অটিজমে আক্রান্তরাও মানুষ। আপনারা যারা অভিভাবক  ও  শিক্ষক আছেন তাদের জন্য সর্বোচ্চ ত্যাগ করছেন। আমরাও আপনাদের পাশে সবসময় থাকবো বলে আশাবাদ ব্যক্ত করছি।'

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সূরা,কবিতা, গান পরিবেশন করে। অভিভাবকগন ও জেলাপ্রশাসক উন্মুক্ত মত প্রকাশ আলোচনা করেন। পরে, জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ জায়গা পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সদর উপজেলার স্বাস্থ্য কর্মর্কতা ডা. আবু কাউছার সুমন ও ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন।

ঢাকা বিজনেস/মাহমুদ/এন



আরো পড়ুন