পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলার রেশ কাটতে না কাটতেই এবার খাইবার পাখতুনখোয়ার একটি মসজিদে জোড়া বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পেশোয়ারে হাঙ্গু নামের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে।পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মসজিদটি পুলিশ স্টেশনের খুব কাছেই ছিল। হাঙ্গু বিভাগীয় পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, হামলায় ছাদ ধসে পড়ায় অনেকে চাপ পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। তবে ইতোমধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। এদের একজন পুলিশে স্টেশনের কাছে ও অপরজন মসজিদের ভেতরে হামলা চালায়।
এর আগে বেলুচিস্তানের মাসতাংয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ওই হামলার কিছুক্ষণ বাদেই খাইবার পাকতুনখোয়াতেও একই কায়দায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে, জোড়া হামলার পর পর পাকিস্তানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা বিজনেস/এমএ/