২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



‘শিক্ষকদের সম্মানের জায়গা তৈরি করেছেন প্রধানমন্ত্রী’

স্টাফ রিপোর্টার || ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ পিএম
‘শিক্ষকদের সম্মানের জায়গা তৈরি করেছেন প্রধানমন্ত্রী’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘অনেক শিক্ষক ছিলেন, যারা মাসে ৫০০ টাকা বেতন পেতেন, মানবেতর জীবনযাপন করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বে এসে সাড়ে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার মধ্য দিয়ে শিক্ষকদের সম্মানের জায়গা তৈরি করেছেন।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভালো শিক্ষার জন্য ভালো শিক্ষক প্রয়োজন। আওয়ামী লীগ সরকার শিক্ষকদের মর্যাদা দিয়ে ভালো শিক্ষক তৈরি করছে।’

ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের অনেক সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আর এ জন্য আজকের শিশুদের যোগ্যভাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন অনেক প্রতিবন্ধবন্ধকতা পেরিয়ে দেশের মানুষের মাথা উঁচু করেছেন, দেশকে সম্মানিত করেছেন। শত বাধা পেরিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে শিশুদের এখান থেকে শিক্ষা নিতে হবে। এগিয়ে যাওয়ার সাহস অর্জন করতে হবে।’

প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, ‘শিশুদের বিকশিত হতে আনন্দময় পরিবেশ নিশ্চিত করা হয়েছে। যাতে আজকের শিশু আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। শিশুদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়া হচ্ছে, সুন্দর ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে, আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ডিজিটাল ল্যাবের ব্যবস্থা করা হয়েছে। এ সবই করা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের যোগ্য করে গড়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব কে এম শহিদ উল্যা, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, তরফদার মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতন প্রমুখ।

অনুষ্ঠান শেষে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিরতণ করা হয়। 

ঢাকা বিজনেস/মাহি/এন



আরো পড়ুন