০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোচাপায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোচাপায় নিহত ১


ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস চাপায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া খাজা গরীবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, 'সরাইলের কুট্রাপাড়ায় শফিকুর রহমানের ছেলের গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সকালে তিনি তার ছেলের দোকানে যান। সেখানে থেকে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেট যাওয়া একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

ওসি আরও বলেন, ' শফিকুর রহমানের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।' 

ঢাকা বিজনেস/আজহার/এন



আরো পড়ুন