২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



বনবিভাগকে কারিগরি প্রকল্পের সরঞ্জাম দিলেন উপমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি || ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৯ এএম
বনবিভাগকে কারিগরি প্রকল্পের সরঞ্জাম দিলেন উপমন্ত্রী


মোংলায় সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা-২য় পর্যায় শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় বিভিন্ন সরঞ্জাম বনবিভাগকে দিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মোংলার ফুয়েল জেটিতে বনবিভাগকে সরঞ্জাম দেন তিনি। 

সরঞ্জামাদির মধ্যে ছিল ২টি আবাসন সুবিধা সম্পন্ন লঞ্চ, ২টি ফাইবার বডি, ট্রলার ও ২টি দ্রুতগামী ওপেনটাইপ স্পিডবোট। এছাড়া, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে ঘাগরামারি ক্যাম্প অফিস কাম স্টাফ ব্যারাকের উদ্বোধন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক, সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা-২য় পর্যায় শীর্ষক কারিগরি প্রকল্প ও বন কর্মকর্তা, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, ড. আবু নাসের মোহসিন হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বন বিভাগ, কাজী মুহাম্মদ নূরুল করিম। 

এ সময় অন্যদের মধ্যে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/বাপ্পা/এন



আরো পড়ুন