০৭ এপ্রিল ২০২৫, সোমবার



১২ রানে ৬ উইকেট নেই শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক || ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
১২ রানে ৬ উইকেট নেই শ্রীলঙ্কার


এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ১২ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে লংকানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভারে ৬ উইকেটে ১২ রান।

ফাইনালের ম্যাচে পাঁচ পরিবর্তন করেছে ভারত। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে যে পাঁচ পরির্বতন এনেছিল টিম ইন্ডিয়া তারা ফাইনালের ম্যাচে থাকছেন না। সিনিয়র খেলোয়াড়রা একাদশে ফিরছেন। তাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। এছাড়াও সর্বশেষ ম্যাচে চোট পান অলরাউন্ডার আক্সার প্যাটেল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

অন্যদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে একটিই পরিবর্তন করেছে লংকানরা। হ্যামস্ট্রিংয়ের চোটে আগেই ছিটকে গেছেন মহীশ থিকশানা। তার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমন্ত। টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত একটি ম্যাচ হেরেছে। সেটা সুপার ফোরে বাংলাদেশের কাছে ৬ রানে। 

ভারত একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন