২৬ জুন ২০২৪, বুধবার



মুক্তির অপেক্ষায় তারিক আনামের রংঢং

বিনোদন ডেস্ক || ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩২ পিএম
মুক্তির অপেক্ষায় তারিক আনামের রংঢং


গুণী অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান অভিনয়ে নিয়মিত। তবে, ছোটোপর্দার চেয়ে বড়পর্দায় বেশি দেখা যায় তাকে। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমা সেন্সরে ছাড়পত্র পেয়েছে। নাম ‘রংঢং’।

সিনেমাটি নির্মাণ করেছেন আহসান সারোয়ার। সিনেমাটির মুক্তির দিন-তারিখ এখনো ঠিক হয়নি। তবে, খুব শিগগির মুক্তি দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘এ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। গল্প ও আমার চরিত্র অসাধারণ। মনোযোগ দিয়েই কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘আসলে দর্শকদের জন্যই তো কাজ করি। তাদের ভালো লাগলেই আমার অভিনয়ের সার্থকতা। আমার বিশ্বাস এ সিনেমাটিও দর্শকদের পছন্দ হবে।’

এদিকে, গুণী এ অভিনেতা নতুন কয়েকটি নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত আছেন। আগামী ঈদুল ফিতরের জন্য নির্মিত একাধিক নাটকের শুটিং শিগগির শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।.

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন