বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। আধুনিক গানে তিনি শ্রোতাদের বহুবার মুগ্ধ করেছেন। সিনেমার গান গেয়েও তিনি সেরা গায়িকা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে সমাদৃত করেছেন তিনি।
ফাহমিদা নবীর নতুন একটি গান ‘স্মৃতির দরজায়’ শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর করেছেন ফাহমিদা নবীর ছোট ভাই রিদওয়ান নবী পঞ্চম।
গানটি প্রসঙ্গে বলতে গিয়ে ফাহমিদা নবী বলেন, ‘শ্রদ্ধেয় জামাল ভাই যখন রঙ্গন মিউজিক শুরু করেন তখন থেকে তার গানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, সংগীতাঙ্গনের জন্য তার নিবেদিত পথচলাকে দেখে আসছি। শুধু গান নয়, নাটক সিনেমা সবদিক থেকে দেশের সংস্কৃতি নিয়ে তার আগ্রহ আমার ভালো লাগে। তার লেখা গান গাইতে পেরে আরও ভালো লাগছে। গানটির সুর করেছে পঞ্চম। অনেকদিন পর দুই ভাইবোন নতুন গান করলাম। চমৎকার এ গানটির চিত্রায়নের কাজ শেষ করেছি সম্প্রতি। গানটি নিয়ে আমি আশাবাদী।’
জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা আপা দেশের একজন বরেণ্য শিল্পী। শুরু থেকেই তিনি আমার লেখা গান বেশ আগ্রহ নিয়ে ভীষণ গেয়ে আসছেন। আমার গীতিকবিতা তার ভীষণ পছন্দ। তিনি আমার গান করেন, এটাই আমার অনেক ভালোলাগা। তার প্রতি কৃতজ্ঞ আমি।’
‘স্মৃতির দরজায়’ গানটি শিগগিরই রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
ঢাকা বিজনেস/এন