২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || ১২ অক্টোবর, ২০২৩, ১১:৪০ এএম
বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা


চলমান ওয়ানডে বিশ্বকাপে লক্ষ্ণৌর একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে সাউথ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রোটিয়াদের সংগ্রহ ৩২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮১ রান। কুইন্টন ডি কক অপরাজিত আছেন ১০৭ রানে, . এইডেন মার্করাম সংগ্রহ ৫ রান।

এই দিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। লক্ষ্য পরিষ্কার, যত কম রানে সম্ভব সাউথ আফ্রিকাকে আটকে দিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নেওয়া। তবে সেই লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি অজি বোলাররা।

শুরুর দিকে সুইং-ইনসুইং দিয়ে সাউথ আফ্রিকার দুই ওপেনারকে পরাস্ত করলেও, ভাগ্য সহায় হয়নি তাদের। সময় যত গড়িয়েছে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন ডি কক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বাভুমা। অজি বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তারা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন