২৬ জুন ২০২৪, বুধবার



ভোটদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: আইজিপি

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ জানুয়ারী, ২০২৪, ১২:০১ পিএম
ভোটদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: আইজিপি


নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেনপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ রোববার (৭ জানুয়ারি) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আইজিপি বলেছেন, ‘যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন, অপরাধ কর্মকাণ্ড ঘটলে নিকটস্থ থানা কিংবা ৯৯৯-এ  যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন টিম সহায়তায় প্রস্তুত আছে।’

আইজিপি আরও বলেন, সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই একটি কেন্দ্র ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

আইজিপি বলেন, ‘সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ আনন্দ উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে।’

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন