এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে'তে মাঠে নেমেছে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত বিরাট-রাহুল। সোমবার (১১ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে দেড় ঘণ্টা বিলম্বে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তানের ম্যাচ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৫১ রান।
রিজার্ভ ডে’র শুরু থেকে কে এল রাহুল ও বিরাট কোহলি রানের চাকা সচল রেখেছেন। পাকিস্তান বোলারদের যথারীতি চাপে রেখে চার-ছয় হাকাকে ব্যস্ত এই দুই ব্যাটার। ক্রিজে অপরাজিত রাহুল তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ওডিআই হাফ সেঞ্চুরি ও কোহলি করেন ক্যারিয়ারের ৬৬তম ফিফটি।
অন্যদিকে, পাকিস্তান খেলায় আধিপত্য অর্জনের জন্য মরিয়া হয়ে উঠেছে। হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা পেয়েছে পাকিস্তান। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বোলিংয়ে নেই হারিস রউফ।
পাকিস্তানের বোলিং কোচ মর্নে মরকেল জানান, সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ভারতের বিপক্ষে রিজার্ভ ডে’তে মাঠে নামা হবে না পাক পেসার হারিস রউফের। আগের দিন ৫ ওভার বল করে ২৭ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।
ঢাকা বিজনেস/এমএ/