জমি অধিগ্রহণ করে রামপাল বিমানবন্দরের কাজ শুরু করা হয়েছিল বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘এই বিমানবন্দরের কাজ সাময়িক বন্ধ আছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। রামপারেল বিমান বন্দর হবে।’ রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল বিদ্যুৎকেন্দ্রের সামনে জিরো পয়েন্টে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির উদ্যোগে আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘বিএনপির সময়ে সকাল-বিকাল মানুষের ওপর অত্যাচার নির্যাতন করা হতো। মাছের ঘের দখল আর লুটপাট চলেছে। কোনো শিল্প প্রতিষ্ঠান করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই চিত্র পাল্টে দিয়েছে।’
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘একদল পরিবেশবাদীর খেয়ে-দেয়ে কোনো
কাজ নেই। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের অনেক উন্নায়ন বাধাগ্রস্ত করেছে। কমিউনিস্ট পার্টির স্থানীয় এক নেতা আছেন। তিনি এগুলো বেশি করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র করার সময়ও তারা বাধা দিয়েছেন। তারপরও সেই প্রকল্প হয়েছে। এটি শুধু এই অঞ্চলের বিদ্যুৎ নয়, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এখন এই প্লান্ট কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামের অবহেলিত মানুষের আর্থ সামজিক মানোন্নয়ন হচ্ছে।’
গ্রামের মানুষের কাছে তারা বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘এই এলাকার অন্তত দুই হাজার পরিবার এই পানি ব্যবহার করে সুবিধা ভোগ করছেন। মোংলাবন্দর উন্নয়নে ভারত সরকার সাড়ে ছয় হাজার টাকা দিয়েছে। বন্ধু দেশ হিসেবে তারা এই টাকা দিয়েছে।’
ঢাকাবিজনেস/বাপ্পা/এনই